ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

এনবিআরের লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জুন ৭, ২০১৮
এনবিআরের লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা জাতীয় রাস্ব বোর্ড

ঢাকা: ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা পেশ করেন।  

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকার রাখার প্রস্তাব করছি।

রাজস্ব আয়ের এ লক্ষ্যমাত্রা বাস্তব সম্মত। দক্ষ লোকবল বাড়ানোর কারণে এ রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।

গত অর্থবছরে (২০১৭-১৮) এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। আর এনবিআর বহির্ভূত রাজস্ব মিলিয়ে মোট রাজস্বের লক্ষ্য ঠিক করা ছিল ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।