বৃহস্পতিবার (০৭ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা পেশ করেন।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকার রাখার প্রস্তাব করছি।
গত অর্থবছরে (২০১৭-১৮) এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। আর এনবিআর বহির্ভূত রাজস্ব মিলিয়ে মোট রাজস্বের লক্ষ্য ঠিক করা ছিল ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমএফআই/এসএইচ