বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উত্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি মুস্তফা কামালের প্রথম বাজেট উত্থাপন।
এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, যা জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ। এবারের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৪৬৯ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।
দেশের ক্রীড়াঙ্গনের মধ্যে ক্রিকেটের অগগ্রতি আশাব্যঞ্জক হলেও হতাশাজনক ফুটবলের গতি। আশির দশকেও এ দেশে ফুটবলের রমরমা অবস্থা থাকলেও এখন ফুটবল ক্লাবগুলোর ম্যাচ দর্শক খরায় ভোগে। বিশ্বজুড়ে সমাদৃত ফুটবলে নজর দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে সরকারকে আহ্বান জানিয়ে আসছেন ক্রীড়ামোদীরা। এর মধ্যেই সরকার নতুন অর্থবছরের বাজেটে ২০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলো।
বাংলাদেশের সময়: ১৯৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
আরকেআর/এইচএ/