বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রণোদনার কথা জানান তিনি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশকালে জানান, প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে বর্ধিত ব্যয় লাঘব করা ও বৈধপথে অর্থ পাঠাতে উৎসাহিত করার জন্য প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের ওপর আগামী অর্থবছর থেকে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।
একই সঙ্গে হুন্ডি ব্যবসা নিরুৎসাহিত হবে বলে আশা করেছেন অর্থমন্ত্রী।
প্রবাসী কর্মীদের বিমা সুবিধার আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মুস্তফা কামাল।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
টিআর/এএ