ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাড়ছে চার্টার্ড ফ্লাইট-হেলিকপ্টার ভাড়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ১১, ২০২০
বাড়ছে চার্টার্ড ফ্লাইট-হেলিকপ্টার ভাড়া

ঢাকা: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চার্টার্ড ফ্লাইট ও হেলিকপ্টার ভাড়ার ওপর পাঁচ শতাংশ শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়বে চার্টার্ড ফ্লাইট ও হেলিকপ্টার ভাড়া।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব উত্থাপন করেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চার্টার্ড ফ্লাইট ও হেলিকপ্টার ভাড়ার ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করছি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ১১, ২০২০
টিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।