২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতের বরাদ্দ ছিল ৫৭৬ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে এ অংক ৭৫ কোটি টাকা কমে দাঁড়ায় ৫০১ কোটি টাকায়।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শিল্প-সংস্কৃতি খাতের এবারের প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বাংলানিউজকে বলেন, এবারের প্রেক্ষাপট একেবারেই অন্যরকম। আমাদের সবসময়ের দাবি ছিল সংস্কৃতিখাতের বাজেট জাতীয় বাজেটের ১ শতাংশ হোক। সেই দাবিটি এখনও আছে। তবে এবারের পরিস্থিতি বিবেচনায় শুধু এটুকু বলতে হয় সংস্কৃতি খাতের বাজেট আরেকটু বাড়ানো যেত।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুন ১১, ২০২০
ডিএন/টিএ