ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
বেসরকারি সংস্থায় বড় নিয়োগ

বেসরকারি সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঋণ কর্মসূচিতে বৃহত্তর চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, ঢাকা ও তিন পার্বত্য জেলায় ৫ ক্যাটাগরির পদে ১২৫ জনকে নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার
পদসংখ্যা: ১০
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ক্ষুদ্রঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার পর্যায়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে। তবে ন্যূনতম তিনটি বিষয়ে প্রথম শ্রেণি অথবা সমমান রেজাল্ট থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য। মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে। বেতন ছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নিজের ও পরিবারের চিকিৎসা সাপোর্ট, লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন।

২. পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে। তবে ন্যূনতম দুটি বিষয়ে প্রথম শ্রেণি অথবা সমমান ফলাফল থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য। মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে। বেতন ছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নিজের ও পরিবারের চিকিৎসা সাপোর্ট, লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন।

৩. পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার (শাখা ব্যবস্থাপক-অভিজ্ঞতাসম্পন্ন)
পদসংখ্যা: ২০
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ক্ষুদ্রঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে। তবে ন্যূনতম দুটি বিষয়ে প্রথম শ্রেণি অথবা সমমান ফলাফল থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য। মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে। বেতন ছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নিজের ও পরিবারের চিকিৎসা সাপোর্ট, লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন।

৪. পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার (শাখা ব্যবস্থাপক)
পদসংখ্যা: ৩০
যোগ্যতা: যেকোনো বিষয়ে ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন-ভাতা: ৪ মাস প্রশিক্ষণকালে মাসিক ভাতা ১৮,০০০ টাকা। শাখার দায়িত্ব গ্রহণের পর অতিরিক্ত দায়িত্ব পালন ভাতা হিসেবে ৩,০০০ টাকা প্রাপ্য হবেন। নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে সাকল্যে ৩৩,৫২৫ টাকা। বেতন ছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নিজের ও পরিবারের চিকিৎসা সাপোর্ট, লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন।

৫. পদের নাম: ফিল্ড অর্গানাইজার (শাখা ব্যবস্থাপক)
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে এইচএসসি পাস/ডিপ্লোমাসম্পন্ন হতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন-ভাতা: প্রশিক্ষণকালে মাসিক ভাতা ১৩,০০০ টাকা। কমপক্ষে ছয়টি কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করতে পারলে নিয়মিতকরণ না হওয়া পর্যন্ত মাসিক ২,০০০ টাকা করে দায়িত্ব পালন ভাতা পাবেন। নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে সাকল্যে ২২,০৬৬ টাকা। বেতন ছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নিজের ও পরিবারের চিকিৎসা সাপোর্ট, লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং সব সনদের কপি ও মুঠোফোন নম্বর উল্লেখ করে আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রয়োজনে ০১৮৪৪৪৭০৮০৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, আইডিএফ, বাড়ি নম্বর-২০, অ্যাভিনিউ-০২, ব্লক-ডি, মিরপুর-০২, ঢাকা-১২১৬।

আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২৪।

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।