যেসব পদে নিয়োগ:
১২টি পদে ১৫ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে উপ-রেজিস্ট্রার, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অডিট এন্ড একাউন্টস অফিসার, সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স), সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল), গ্রাফিক আর্ট ডিজাইনার, ফিজিক্যাল ইন্সট্রাক্টর (মহিলা), উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), নার্স (মহিলা) পদে ১ জন করে, মেডিক্যাল অফিসার পদে পুরুষ ১ জন এবং মহিলা ১ জন, সেকশন অফিসার/ সেকশন অফিসার কাম প্রোটকল অফিসার পদে ৩ জন নিয়োগ পাবেন।
কর্মচারী হিসেবে ২৬টি পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। ল্যাব সহকারী, নেটওয়ার্ক টেকনিশিয়ান/হার্ডওয়্যার টেকনিশিয়ান, হিসাবরক্ষক, জেনারেটর অপারেটর, সহকারী ক্যাশিয়ার, টেলিফোন অপারেটর, ইলেকট্রিশিয়ান, ভেটেরিনারি কম্পাউন্ডার, টিলার ড্রাইভার, ড্রেসার (মহিলা), ওয়েল্ডার কাম লেদ মেশিন অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, প্লাম্বার, ডিপটিউবওয়েল অপারেটর, টেলিফোন জয়েন্টার, গ্রাউন্ডম্যান পদে ১ জন করে, ইলেকট্রিক্যাল হেলপার ২ জন, কুক ৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গার্ডেনার/মালী, সুইপার/স্কাভেঞ্জার (মেথর), ডরমিটরী এটেনডেন্ট/ এটেনডেন্ট/ ক্লাসরুম এটেনডেন্ট/ ল্যাব এটেনডেন্ট পদে ৪ জন করে, গাড়ীচালক ও ল্যাব টেকনিশিয়ান পদে ৫ জন করে, নিরাপত্তা প্রহরী পদে ৬ জন এবং এমএলএসএস পদে ৮ জনকে নেয়া হবে।
আবেদনের নিয়ম:
কর্মকর্তা পদের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে ৬ সেট এবং কর্মচারী পদের জন্য এফোর সাইজের সাদা কাগজে লিখিত এক সেট আবেদনপত্র 'রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর- ১৭০৬' ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ সময় ৩ ডিসেম্বর ২০১৭
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...