ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

সহযোগী ও সহকারী অধ্যাপক নেবে বাংলাদেশ ডেন্টাল কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
সহযোগী ও সহকারী অধ্যাপক নেবে বাংলাদেশ ডেন্টাল কলেজ

বাংলাদেশ ডেন্টাল কলেজের কয়েকটি বিভাগে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নেওয়া হবে। শিক্ষক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

•    পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ: ডেন্টাল অ্যানাটমি, পেরিওডোন্টালজি অ্যান্ড ওরাল প্যাথলজি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ও অর্থোডন্টিকস
•    পদের নাম: সহকারী অধ্যাপক
•    বিভাগ: ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি
•    যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে এবং বিএমডিসির সব শর্ত পূরণ করতে হবে। শুধু বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
•    যেভাবে আবেদন
আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র, মার্কশিট, ট্রান্সক্রিপশন, অভিজ্ঞতা, পাবলিকেশনের সত্যায়িত অনুলিপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি পাঠাতে হবে। অধ্যক্ষ, বাংলাদেশ ডেন্টাল কলেজ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
•    আবেদন ফি: বাংলাদেশ ডেন্টাল কলেজের অনুকূলে ১০০০ টাকা মূল্যমানের অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট প্রদান করতে হবে।
•    আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ১৭ ডিসেম্বর ২০২১, বেলা একটা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।