ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

জামালপুরে ১২ ইটভাটাকে ৫৯ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
জামালপুরে ১২ ইটভাটাকে ৫৯ লাখ টাকা জরিমানা

জামালপুর: জামালপুরে অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে ১২টি ইটভাটাকে ৫৯ লাখ টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেসার্স স্টার ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স রুপালি ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স কাকলি ব্রিকসকে ছয় লাখ, মেসার্স আনোয়ার ব্রিকসকে তিন লাখ, মেসার্স আজিম ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স স্টার-১ ব্রিকসকে ছয় লাখ, মেসার্স কিং ব্রিকসকে ছয় লাখ, মেসার্স জীবন ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স আদর্শ ব্রিকসকে ছয় লাখ, মেসার্স সততা-২ ব্রিকসকে চার লাখ, মেসার্স সততা ব্রিকসকে চার লাখ ও মেসার্স বি এস ব্রিকসকে চার লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে মেসার্স কাকলি ব্রিকসের কিলন (চুল্লি) ভেঙে ফেলা হয় এবং ইটভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদ রানা।

অভিযানের বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, পরিবেশ দূষণের দায়ে ইটভাটাগুলোকে সর্বমোট ৫৯ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ বা বন-কাঠ ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অননুমোদিত ইটভাটা প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান চলবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।