সিরাজগঞ্জ: টানা ভারি বর্ষণের ফলে এক সপ্তাহের বেশি সময় ধরে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার মাত্র ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বাড়ায় যমুনা নদীর চরাঞ্চলের ফসলি জমি প্লাবিত হয়ে বাড়িঘর তলিয়ে যেতে শুরু করেছে।
রোববার (১৩ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫৫ মিটার। ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)।
অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২৮ মিটার। ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১৪.৮০ মিটার)।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, যমুনার পানি আরও তিন/চারদিন বাড়বে। বিপৎসীমাও অতিক্রম করবে। তবে এ দফায় বড় বন্যার আশঙ্কা নেই।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসআই