ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১০ ডিগ্রির ঘরে, দেখা নেই সূর্যের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১০ ডিগ্রির ঘরে, দেখা নেই সূর্যের

পঞ্চগড়: সময়ের সঙ্গে সঙ্গে উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। ৩ ঘণ্টার ব্যবধানে দশমিক ৫ ডিগ্রি কমে গেছে।

তবে সাতসকালের চেয়ে কয়েকগুণ হারে বাড়তে দেখা গেছে কুয়াশা। এতে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহনগুলোকে।

একই সঙ্গে পাহাড়ি হিম বাতাসের কারণে জনজীবনে স্থবিরতা দেখা গেছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে তা ৩ ঘণ্টার ব্যবধানে কমে দশমিক ৫ ডিগ্রি কমে সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ রেকর্ড করা হয়।  

আবহাওয়া অফিস বলছে, এর আগে রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, জানুয়ারি মাস জুড়ে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ বিরাজ করায় নাকাল হয়ে পড়েছে মানুষের জীবন। লোকজন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। ঘরে ফিরছে সন্ধ্যা গড়ার সঙ্গে সঙ্গে। তবে বেলা বেড়ে সাড়ে ৯টা বাজলেও দেখা মিলেনি সূর্যের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকায় সকালে ঘন কুয়াশায় ঢেকে পড়ে জেলার পথঘাট।  

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।