ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

১৫দিনব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুন ২০, ২০১৫
১৫দিনব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষমেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ‘পাহাড়, সমতল, উপকূলে, গাছ লাগাই সবাই মিলে’ স্লোগান নিয়ে খুলনায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৫।

শনিবার (২০জুন) দুপুরে খুলনা জাতিসংঘ শিশুপার্কে বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ এ মেলার উদ্বোধন করেন।



খুলনা জেলা প্রশাসন, সুন্দরবন পশ্চিম বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ  উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুস সামাদ মরুকরণ ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান।

খুলনা সার্কেলের বন সংরক্ষক ড. সুনীল কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল লতিফ প্রমুখ।

অন্যদের মধ্যে বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ এবং খুলনা নার্সারী মালিক সমিতির সভাপতি বদরুল আলমও বক্তব্য দেন।

মেলা প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্ম উন্মুক্ত থাকবে। এতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টলসহ মোট ৪২টি স্টল অংশ নিয়েছে।

এসব স্টলে দেশি-বিদেশি ফলজ-বনজ এবং শোভা বর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কলম প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে।

মেলা উপলক্ষে বিভাগীয় কমিশনার আবদুস সামাদের নেতৃত্বে শহীদ হাদিস পার্ক থেকে জাতিসংঘ শিশু পার্ক পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।