এদিকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ভোলায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় সংকেত নামিয়ে দেয় আবহাওয়া অধিদপ্তর।
ভোলা সিপিরি উপ-পরিচালক সাহাবুদ্দিন বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কমতে শুরু করেছে।
আবহাওয়া অফিসের অবজারবার মাহাবুব রহমান বাংলানিউজকে জানান, বুলবুল অনেক দুর্বল হয়ে গেছে। যার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে, সকাল থেকে ভারী বর্ষণ হওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাজে যেতে পারছেনা দিন মজুরেরা। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এনটি