ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি বিটিআইয়ের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি বিটিআইয়ের শ্রদ্ধা

ঢাকা: ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট (বিটিআই)। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিটিআই।



বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রতুষ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে প্রভাত ফেরীতে অংশ নেন।

প্রভাত ফেরী শেষে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।  শিক্ষকমণ্ডলী তাদের আলোচনায় আজকের দিনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন।

এদিনটি আজ বাংলাদেশে ভাষা আন্দোলনের স্মৃতিপূর্ণ উদযাপনে অবিচ্ছিন্নভাবে পালিত হয়। এটি শিক্ষার জন্য এবং সমাজের সম্প্রদায়ের সচেতনতা উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের তাৎপর্য নিয়ে শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।