ঢাকা, বুধবার, ৩০ শ্রাবণ ১৪৩১, ১৪ আগস্ট ২০২৪, ০৮ সফর ১৪৪৬

কর্পোরেট কর্নার

রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, স্বপ্ন’র পক্ষ থেকে ফুল-পানি উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, স্বপ্ন’র পক্ষ থেকে ফুল-পানি উপহার

ঢাকা: গত কয়েকদিন ধরেই রাস্তায় নেই ট্রাফিক পুলিশ। সিগন্যালে গিয়ে দেখা যায় সেখানেও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

গতকাল থেকেই শূন্য ট্রাফিক সিগন্যালগুলোতে স্বেচ্ছায় দায়িত্বপালনে নেমে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের এ কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ১, গুলশান ২, হাতিরঝিলসহ কয়েকটি জায়গায় রিটেইল চেইন সুপারশপ স্বপ্ন’র কর্মীরা শিক্ষার্থীদের গোলাপ ফুল ও খাবার পানির বোতল উপহার দেন ।

এ প্রসঙ্গে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, রাস্তায় আইনশৃখঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে ছাত্র-ছাত্রীরা যে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে এটা প্রশংসার দাবিদার। তাই আমাদের কর্মীরা এ দেশের স্বপ্ন কারিগরদের শুভেচ্ছা জানাতে ছুটে গেছে ফুল আর পানি নিয়ে। জয় হোক তারুণ্যের।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।