ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

শাব্বির আহমেদ ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
শাব্বির আহমেদ ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা: শাব্বির আহমেদ ওয়ান ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

তার সুদীর্ঘ ৩৫ বছর কর্মজীবনের শুরুতে তিনি ১৯৮৯ সালে একজন শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে আইএফআইসি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি বেসিক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড ও দ্য সিটি ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। আগে তিনি ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট অ্যাসেট মার্কেটিং (নর্থ)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং কার্যক্রম বিশেষ করে বৈদেশিক বাণিজ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ ও বিপণন ইত্যাদি কার্যক্রমে তার রয়েছে ব্যাপক বাস্তব অভিজ্ঞতা। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন ট্রেনিং ও ওয়ার্কশপে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।