ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

আইএসইউ’র সিএসই বিভাগের দ্বিতীয়-তৃতীয় ব্যাচের বিদায় সংবর্ধনা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
আইএসইউ’র সিএসই বিভাগের দ্বিতীয়-তৃতীয় ব্যাচের বিদায় সংবর্ধনা 

ঢাকা: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় মহাখালী ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই ডিপার্টমেন্টের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ নুরুল হুদা। গেস্ট অব অনার হিসেবে ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ। আইএসইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সৈয়দ মুস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিকসহ শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা ।

উপাচার্য বলেন, আইএসইউ’র একজন চিরস্থায়ী সদস্য হিসেবে এ বিশ্ববিদ্যালয়কে সুনামের সঙ্গে এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের। সাম্প্রতিক সময়ে দেশের জন্য শিক্ষার্থীদের দেশপ্রেম তাকে মুগ্ধ করেছে উল্লেখ করে পরিবার, সমাজ ও দেশের প্রতি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।  

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। আইএসইউ শিক্ষার্থীদের কর্মজীবনে সে অভিজ্ঞতা অর্জন করে এগিয়ে যাওয়ার শুভকামনা জানান তারা।

শিক্ষার্থীরা কর্মজীবনে সমাজ, পরিবার ও দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষকদের সম্মান করে প্রাণের ক্যাম্পাসকে প্রাণবন্ত রেখে সুনাম বিশ্বময় ছড়িয়ে দেওয়ার কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।