ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

মিরপুর ডিওএইচএসে এক্সিম ব্যাংকের ১৫২তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
মিরপুর ডিওএইচএসে এক্সিম ব্যাংকের ১৫২তম শাখা উদ্বোধন

ঢাকা: ঢাকার অভিজাত এলাকা মিরপুর ডিওএইচএসে এক্সিম ব্যাংকের ১৫২তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মিরপুর ডিওএইচএস শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন।

সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুল আমিন ফারুক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মইদুল ইসলাম ও মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম স্বপন বলেন, এক্সিম ব্যাংক এখন নতুন উদ্যমে আরও উন্নত ও আন্তরিক গ্রাহকসেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আপনারা এ ব্যাংকের ওপর আস্থা রাখুন, এক্সিম ব্যাংকের সঙ্গে ব্যাংকিং করুন। আপনাদের সহযোগিতায় এ ব্যাংক সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।