ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

গণস্বাস্থ্য কেন্দ্রে ব্যাংক এশিয়ার অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
গণস্বাস্থ্য কেন্দ্রে ব্যাংক এশিয়ার অনুদান

ঢাকা: দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্রকে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ধানমণ্ডির গণস্বাস্থ্য হাসপাতালে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের আওতায় এই অনুদানের চেক হস্তান্তর করে ব্যাংক কর্তৃপক্ষ।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে চেকটি গ্রহণ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় ব্যাংক এশিয়ার পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চিফ ক্রেডিট অফিসার সাইফুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ধানমণ্ডি মো. আশরাফ হোসেন ও এক্সিকিউটিভ অফিসার ফয়সল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খন্দকার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এবং গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর মীর আব্দুল নকীব।

ডা. জাফরুল্লাহ করোনাকালীন সময়ে দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে আসায় ব্যাংক এশিয়াকে ধন্যবাদ জানান। এছাড়া দেশের অন্যান্য ব্যাংক, বীমা প্রতিষ্ঠানসহ ধর্নাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরকেআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ