ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল এপেক্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল এপেক্স গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল এপেক্স

ঢাকা: পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে অবদানের জন্য এপেক্স অর্জন করেছে বাংলাদেশ সরকার প্রদত্ত ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’।  

বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রতিকূলতা রোধে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই বিশেষ সম্মাননা অর্জন করে এপেক্স।

বুধবার (০৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।  
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি ব্যবহারে উৎসাহিত করার জন্য সরকারের এই উদ্যোগ।

এপেক্স কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, কর্মক্ষেত্রে সহনীয় শব্দমাত্রা, কারখানায় জীবন ও নিরাপত্তার নিশ্চয়তা, পরিষ্কার–পরিচ্ছন্নতা, কক্ষে আলোর ব্যবস্থা এবং আরামদায়ক উষ্ণতা নিশ্চিতকরণের মাধ্যমে আমরা ক্রমাগত আমাদের সবুজ কার্যক্রম উন্নত করার প্রচেষ্টা অব্যহত রাখছি। এই বিশেষ স্বীকৃতির জন্য আমরা আপনাদের সবার এবং এই পদক্ষেপের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পৃথিবীকে সজীব, সবুজ রাখার শপথে আমরা অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।