ঢাকা: ‘দবণ’ (লবণ), ‘গোত্ত’ (গোশত), ‘গমর’ (গরম)! কথা শেখার শুরুতে শিশুরা এমনই সব অদ্ভুত শব্দ বা বোল আবিষ্কার করে থাকে। এসব শব্দ উচ্চারণে ভিন্ন হলেও ঠিকঠাক ভাষাগত যোগাযোগ তৈরি করে।
স্যাভলন বাংলাদেশ ফেসবুক পেজে শিশুর বলা এসব মজার মধুর বোলগুলো চাওয়া হয় অভিভাবকদের কাছ থেকে। গত ২০ ফেব্রুয়ারি, ২০২২ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনটিতে অসংখ্য অভিভাবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিশুদের হাজারো বোল লিপিবদ্ধ করা হয়।
শিশুর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আরও প্রাণবন্ত, মধুর ও স্মৃতিময় করে তোলাই ছিল স্যাভলনের এ ক্যাম্পেইনের উদ্দেশ্য।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আরবি