ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ভূমি সংক্রান্ত ফি পরিশোধ করা যাবে ‘নগদ’-এ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ১, ২০২২
ভূমি সংক্রান্ত ফি পরিশোধ করা যাবে ‘নগদ’-এ

ঢাকা: দেশসেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ‘নগদ’ মাধ্যমে এখন থেকে ভূমি সংক্রান্ত সব ধরনের সেবার ফি পরিশোধ করা যাবে।  

‘নগদ’র মাধ্যমে এখন থেকে খুব সহজে ঘরে বসেই ভূমি উন্নয়ন ফি (এলডি ট্যাক্স), ই-নামজারি (ই-মিউটেশন) এবং ই-পর্চা (খতিয়ান) ফিসহ সব ধরনের ফি পরিশোধ করা যাবে।

অনলাইনে এবং ‘নগদ’ অ্যাপস উভয় মাধ্যমে গ্রাহকেরা এ সুবিধা উপভোগ করতে পারছেন।  

পর্চা, নামজারি এবং ভূমি সেবা ফি দেওয়ার জন্য ভূমি ওয়েবসাইট www.land.gov.bd ভূমি কল সেন্টার ১৬১২২ এবং ভূমি অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে টোকেন অথবা রেফারেন্স নম্বর সংগ্রহ করে ‘নগদ’ অ্যাপসের বিল পে-এর মাধ্যমে সহজে ফি পরিশোধ করতে পারবেন।  

ভূমি ওয়েবসাইট থেকেও ‘নগদ’র মাধ্যমে ফি পরিশোধ করার সুবিধা থাকবে।  

গত বছরের ৮ সেপ্টেম্বর থেকে এই সেবাটি চালু রয়েছে। ফি পরিশোধের পর ভূমিসেবা গ্রহীতারা একটি রশিদ পাবেন। ‘নগদ’র মাধ্যমে আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে সেটেলমেন্ট ব্যাংকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট হয়ে ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে স্থানান্তরিত হবে।  

যারা অনলাইনে ভূমি ফি দেবেন, সেটি স্বয়ংক্রিয়ভাবে তার জমির অনুকূলে তালিকাবদ্ধ হয়ে যাবে। যেভাবে মোবাইল ফোন ব্যবহার করে বিদ্যুৎ, পানি বা গ্যাসের বিল দেওয়া, এটিও সেরকম একটি পদ্ধতি।
একজনের মাধ্যমে অন্যজনের বিল পরিশোধ করতে গিয়ে টেম্পারিং করে জমি নিজের বলে দাবি করার যে প্রবণতা দেখা যায়, অনলাইনে ফি প্রদান করলে এ বিষয়টি বন্ধ হবে। এতে দুর্নীতি অনেকটাই কমে যাবে।  

এ প্রসঙ্গে ‘নগদ’র প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়া।  

ভূমি সংক্রান্ত ফি পরিশোধ করতে গ্রাহককে যাতে কোনো রকম হয়রানির শিকার হতে না হয়, সেজন্য আমরা ডিজিটাল সার্ভিস ‘নগদ’র মাধ্যমে ফি পরিশোধের সহজ সুবিধা চালু করেছি। এতে গ্রাহকেরা অতি স্বল্প সময়ে ফি দিতে পারবেন। এজন্য ফি দাতাকে আর ভূমি অফিসে যেতে হবে না।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১, ২০২২
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ