কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরির জন্য ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে প্রাণের দুই সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেড ও সিলভান টেকনোলোজিস লিমিটেড।
রোববার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
পুরস্কারের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে খাদ্য শিল্প খাতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে হবিগঞ্জ এগ্রো লিমিটেড। অপরদিকে মাঝারি শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতের জন্য প্রথম পুরস্কার পেয়েছে সিলভান টেকনোলোজিস লিমিটেড।
দেশে বিস্কুট, ওয়েফারসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন করে আসছে হবিগঞ্জ এগ্রো। অপরদিকে সিলভান টেকনোলোজিস উন্নত প্রযুক্তিতে ট্রান্সফর্মারসহ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের বিভিন্ন সরঞ্জাম ও প্রি-ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং নির্মাণ করে আসছে।
এ বিষয়ে ইলিয়াছ মৃধা বলেন, ‘আমরা প্রতিনিয়ত কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানের পণ্য উৎপাদনে কাজ করে যাচ্ছি। এ ধরনের পুরস্কার আমাদেরকে আরও ভাল কাজ করতে অনুপ্রেরণা জোগাবে’।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাধেশ সময়: ২১০৯ ঘণ্টা, মে ২৯, ২০২২
নিউজ ডেস্ক