ঢাকা: ডটলাইনস গ্রুপের চিফ গ্রোথ অফিসার হিসেবে যোগ দিয়েছেন প্রযুক্তিবিদ আশিকুর রহমান রেয়ান।
বৃহস্পতিবার (১ জুন) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডটলাইনস মূলত একটি প্রযুক্তিগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ক্ষেত্রবিশেষে ২১টি গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করছে এটি। সিঙ্গাপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টার। ডটলাইনস বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য আশিকুর রহমান রেয়ানকে চিফ গ্রোথ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।
আশিকুর রহমান রেয়ানের আগে কাজ করেছেন বি প্রোপার্টি ডট কমের ডিরেক্টর কমার্শিয়াল, ওটিটি প্ল্যাটফর্ম আইফ্লিক্স এর কান্ট্রি হেড, গ্রামীণফোনের হেড অব ইনোভেশন, রকেট ইন্টারনেট এসইর সিইও, এরিকসনের কমিউনিকেশন কান্ট্রি হেড, কিউবির হেড অফ ব্র্যান্ডস অ্যান্ড কমস এবং ব্রিটিশ আমেরিকান টোবাকোর টিম লিডার পদে।
রেয়ান বলেন, ‘ডটলাইনস টিমের সঙ্গে যোগদান করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। গ্রাহক এবং ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে যেসব সমস্যার মুখোমুখি হন, সেসব সমস্যার প্রযুক্তিগত সমাধান করে থাকে ডটলাইনস গ্রুপ। ’
তিনি আরও বলেন, ‘ই-কমার্সভিত্তিক বিজনেসগুলোতে ডিজিটাল সার্ভিস দেওয়ায় প্রতিষ্ঠানটি আছে বেশ শক্তিশালী ও সম্ভাবনাময় অবস্থানে। এর কারণ, ডটলাইনসের রয়েছে পরিপূর্ণ ইকো সিস্টেম। ডটলাইনসের অভাবনীয় সাফল্যের পেছনে এই বিষয়গুলোই কাজ করছে। ’
ডটলাইনস গ্রুপের প্রেসিডেন্ট মাহবুবুল মতিন বলেন, ‘অভিনব সব ব্যবসায়িক উদ্যোগে সফলতা আনা এবং প্রতিষ্ঠানকে বড় করে তুলায় রেয়ানের আছে পরীক্ষিত সাফল্য। রেয়ানের ডটলাইনসের লিডারশিপ টিমে যোগদান করায় ডটলাইন পরিবার অত্যন্ত আশাবাদী ও আনন্দিত। ’
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুন ০২, ২০২২
এএটি