ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

সিটি ব্যাংক-এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

কর্পোরেট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ২৩, ২০২২
সিটি ব্যাংক-এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

ঢাকা: সম্প্রতি সিটি ব্যাংক এবং এভারকেয়ার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় সিটি ব্যাংকের সিটিজেম গ্রাহকরা অগ্রাধিকার ভিত্তিতে নিজের ও পরিবারের সদস্যের জন্য এভারকেয়ার হাসপাতাল ঢাকা ও চট্টগ্রাম থেকে বছরে একবার কমপ্লিমেন্টারি হেল্থ স্ক্রিনিং সার্ভিস পাবেন।

সিটিজেম প্রায়োরিটি ব্যাংকিংয়ের এটি একটি অংশীদারত্বমূলক বিশেষ পরিষেবা, যা শুধু সিটিজেম গ্রাহকরাই পাবেন।

সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও এভারকেয়ার হাসপাতালের হেড অব মার্কেটিং ভিনয় কাউল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল্লাহ চৌধুরী, হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার, হেড অব সিটিজেম ফারিয়া হক এবং এভারকেয়ার হাসপাতালের হেড অব ফিন্যান্স মুস্তফা আলিম আওলাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ