ঢাকা: ফ্রাইড চিকেন শুনলেই খাদ্যপ্রেমীদের কল্পনা জগতে কেএফসি নামটি চলে আসে। ব্র্যান্ডটির কর্ণধার কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের হাত ধরেই ফ্রাইড চিকেনের যাত্রা শুরু।
কর্নেল স্যান্ডার্স সুবিধাবঞ্চিত শিশুদের আপ্যায়ন করতে পছন্দ করতেন। তারই সূত্র ধরে জন্মদিনের এ সুন্দর আয়োজনে কেএফসি তাদের মিরপুর ১১ স্টোরে আমন্ত্রণ জানায় মজার ইশকুলের সুবিধাবঞ্চিত পথশিশুদের। শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা ও কেএফসির অন্যান্য কর্মকর্তারা।
কেএফসি মজাদার সিগনেচার আইটেমগুলোর পরিবেশন আমন্ত্রিত বাচ্চাদের আনন্দ আরও বাড়িয়ে তোলে। শিশুদের এ আনন্দ কয়েকগুন বাড়িয়ে তুলতে আরও আমন্ত্রণ জানানো হয় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর শুভাশীষ ভৌমিক, যার ফেসবুক পেজ ‘বাপ কে বেটা’ সবার কাছে পরিচিত। ছেলে ঋতুরাজকে সঙ্গে নিয়ে অতিথি সুবিধাবঞ্চিত বাচ্চাদের সঙ্গে একটি সুন্দর সময় কাটান। এছাড়া কেএফসি ও ফ্রাইড চিকেনপ্রেমীদের এ আয়োজনে সরাসরি যুক্ত করতে তার ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয়।
জন্মদিনের শুভক্ষণে কেএফসি কাস্টমারদের মধ্যে এ আনন্দ ছড়িয়ে দিতে এক বিশেষ আয়োজন করে। কাস্টমারদের মধ্যে যাদের জন্মদিন ৯ সেপ্টেম্বর তাদের জন্য দিনব্যাপী ছিল কর্নেল স্যান্ডার্সের পক্ষ থেকে বার্থডে ট্রিট।
ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, কর্নেল স্যান্ডার্স রেস্টুরেন্ট জগতে একটি অনুপ্রেরণার নাম, যা ফ্রাইড চিকেনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। ‘ইচ্ছা থাকলে উপায় হয়’ কথাটি তিনি কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন। আমরা সর্বদা তার মূল্যবোধ অনুসরণ করার চেষ্টা করি এবং ব্যবসায়িক কার্যক্রমে তার যে নীতি ছিল তা সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
আরবি