ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

আরও ৩০ এজেন্ট ব্যাংকিং আউটলেট খুলবে এসআইবিএল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
আরও ৩০ এজেন্ট ব্যাংকিং আউটলেট খুলবে এসআইবিএল

ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাংকিংসেবা পৌঁছে দেবার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) আরও ৩০টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট খোলা হচ্ছে।  

নতুন এজেন্ট আউটলেটের এজেন্ট ও তাদের প্রতিনিধিকে প্রশিক্ষিত ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘এজেন্ট ব্যাংকিং অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন।  

এ সময় ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান, এসআইবিএল ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ মাহফুজুর রহমান, নতুন নিয়োজিত এজেন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ