ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কনওয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
কনওয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে ১২২ রানের ইনিংস খেলে ২০২২ সাল শুরু করেছিলেন ডেভন কনওয়ে। সেই ধারা অব্যাহত রাখলেন এবারও।

পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে সমান ১২২ রানের ইনিংস খেলে ২০২৩ সাল শুরু করেছেন তিনি। সাথে টম ল্যাথামের দারুণ ইনিংসে বড় সংগ্রহের দিকে যাচ্ছে নিউজিল্যান্ড।  

করাচিতে পাকিস্তানের জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজে টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। টম ল্যাথাম ও ডেভন কনওয়ের উদ্বোধনী জুটিতে ভালো সংগ্রহ পাওয়া দলটির হয়ে প্রথম দিনে লড়ে যাচ্ছেন টম ব্লান্ডেল। ৬ উইকেট হারিয়ে ৩০৯ রান করে দিন শেষ করেছে কিউইরা।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার কনওয়ে ও ল্যাথাম। গড়েন ২১২ বলে ১৪৩ রানে জুটি। মারমুখি খেলতে থামা ল্যাথাম অবশ্য বিদায় নেন ৭১ রানে। তবে থিতু হয়ে থাকা কনওয়েকে সঙ্গ দেন কেন উইলিয়ামসন। ১৫৬ বলে শতক তুলে নেওয়া কনওয়ে আর পারেননি থিতু হতে। ১২২ রান করে আঘা সালমানের শিকার হন তিনি।

কনওয়ের বিদায়ের পর উইলিয়ামসন ফেরেন ৩৬ রানে। এরপর ৩ রানে বিদায় নেন ড্যারিয়েল মিচেলও। হেনরি নিকলসকেও বেশিক্ষণ থিতু হতে দেয়নি আঘা সালমান। কিউই ব্যাটার বিদায় নেন ২৬ রান করে। বিপদে পড়ে নিউজিল্যান্ডের হাল ধরেন টম ব্লান্ডেল। মাঝে মাইকেল ব্রেসওয়েল শূন্য রানে বিদায় নেওয়ার পর ব্রেসওয়েলকে সঙ্গ দিয়ে সংগ্রহ বাড়াচ্ছেন ইশ সোধি। ব্লান্ডেল ৩০ ও সোধি অপরাজিত আছেন ১১ রানে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।