বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নেমে রংপুর রাইডার্সকে হারিয়েছে দুর্জয় রাজশাহী। দলটির জয়ের পথে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এতদিন ছিল সাকিব আল হাসানের নামে। ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। গতকাল রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে ২২ উইকেট ছিল তাসকিনের। এই সংখ্যক উইকেট নিয়ে তার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন কেভন কুপার
২০১৬ সালে চিটাগাং কিংসের হয়ে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন কুপার। গতকাল মিরপুরে টেইলরকে বিদায় করে কুপারকে ছাড়িয়ে যান তাসকিন এবং ছুঁয়ে ফেলেন সাকিবকে। এরপর রাকিবুল হাসানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে তাসকিন পেছনে ফেলেন সাকিবের কীর্তিও।
এবারের বিপিএলে বল হাতে দারুণ ফর্মে আছেন তাসকিন। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকেট নিয়ে শুরু, এরপর এক ম্যাচে ১৯ রানে ৭ উইকেট নেওয়ার নজিরও আছে তার। মাঝে কয়েক ম্যাচে উইকেট না পেলেও সরশেষ টানা চার ম্যাচেই উইকেট পেয়েছেন তিনি।
বাংলাদেশ সময়ছ ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এমএইচএম