ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাথুরুর কাছে জাদুর কাঠি আছে, মনে করেন সালাউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
হাথুরুর কাছে জাদুর কাঠি আছে, মনে করেন সালাউদ্দিন

চন্ডিকা হাথুরুসিংহে খুব একটা ভালোভাবে যাননি বাংলাদেশ ছেড়ে। দক্ষিণ আফ্রিকায় থাকতেই পাঠিয়েছিলেন পদত্যাগপত্র।

এরপর বোর্ডের যোগাযোগেও সাড়া দেননি খুব একটা। শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন বেশি বেতনে।

রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর আবারও হাথুরুসিংহেকে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তার অধীনে দল বেশ সফল ছিল। তবুও তিনি যেভাবে চলে গেছেন, তাতে তাকে আবার ফিরিয়ে আনা নিয়ে আছে সমালোচনা। দেশের অন্যতম অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, হয়তো জাদুর কাঠি আছে হাথুরুর কাছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শনিবার বিপিএলের ম্যাচের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ বলেন, ‘আমার কাছে মনে হয়, আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে। কারণ তা না হলে আসলে এভাবে আমরা... কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই জাদুর কাঠি কিছু আছে। তা আপনারাই ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে নিশ্চয়ই সবাই আশা করে অনেক ভালো ফল হবে। ’

হাথুরুসিংহের সহকারী কে হবেন, এ নিয়েও আছে আলোচনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বেশ কয়েকজন আসবেন ইন্টারভিউ দিতেও। সালাউদ্দিন কি এই পদে কাজ করতে আগ্রহী? তার জবাব, সহকারী হিসেবে নেওয়া দরকার বোর্ডের কাউকে।

তিনি বলেছেন, ‘আমার মনে হয়, বোর্ডের যারা চাকুরে আছে, তাদের থেকে নিলে সবচেয়ে ভালো হয়। তারা অনেক দিন ধরে বোর্ডে কাজ করছেন। বিভিন্ন কোচের সঙ্গে কাজ করছেন। তারা আসলে হাথুরুসিংহে সম্পর্কে জানে। তারা হয়তো তাকে বেস্ট সার্ভটা করতে পারবেন। আমি আসলে ডেভেলপমেন্টের ছেলেদের চিনি না, এমনকি এইচপির ছেলেদেরও চিনি না। আমার একটা জায়গায় কাজ করতে হলে সব জ্ঞান লাগবে এবং সেই কোচটা সম্পর্কে ধারণা থাকতে হবে। ’

‘হাথুরুসিংহের মানসিকতা কেমন, সে কেমন কোচ তা আমি জানি না। আমি যার সাথে কাজ করব তার ব্যাপারে আমার জানা দরকার। কারণ আমার এখন যেই বয়স, নিজে থেকে মানিয়ে নেওয়ার মানসিকতা আমারও আছে কি না আমি জানি না। কারণ গত ৫-১০ বছর ধরে প্রধান কোচ হিসেবে আমি নিজেই কাজ করছি। এখন সহকারী কোচের দায়িত্বটা আমি পারব কি না, আমার সেই সার্বিক ক্ষমতা আছে কি না সেটাও দেখতে হবে। কারণ সহকারী কোচদের কাজ অনেক বেশি। তো বোর্ডে যারা আছে, তাদের মধ্যে থেকে দিলে তারা সেরা ফলটা পাবে। ’

বাংলাদেশ সময় : ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩ 
এমএইচবি/এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।