অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। এরপর অল্প কিছুদিনের ভেতর চলে আসেন জাতীয় দলে।
এবারের বিপিএলে তিনি খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। প্রথম এলিমেনটরে ফরচুন বরিশালের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংসও খেলেছেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪ চার ও সমান সংখ্যক ছক্কায় ৫১ বলে করেছেন ৭১ রান। এমন ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন শামীম।
তার কাছে জানতে চাওয়া হয় নিজের ভালো সময় ও খারাপ সময়ের পার্থক্য। জবাবে শামীম বলেছেন, ‘(ভালো সময়-খারাপ সময়) আমি দেখি না। খারাপ সময় দেখি না তো। আমি উপভোগ করি সবসময়। ’
ম্যাচ শেষ করে আসাকেও কঠিনই বলছেন শামীম। তিনি বলেছেন, ‘আমি কিন্তু ৭ বা ৮ নম্বরে ব্যাটিংয়ে নামি। ওই সময়টা খেলা সহজ নয়। আমি যখনই নামি, চেষ্টা করি শেষ করে আসতে। আপনারা তো সবাই-ই জানেন, ওই জায়গাটায় সহজ নয় ফিনিশ করা। ’
সাধারণত শেষের দিকেই ব্যাট করতে হয় শামীমকে। বরিশালের বিপক্ষে ব্যাটিং অর্ডারে উন্নতি নিয়ে তিনি বলেন, ‘কোচ আমাকে বলেছেন, আমি তিন নম্বরে ব্যাটিং করব। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে। যদি বাঁহাতি আউট হয় আমি নামব, ডানহাতি আউট হলে মেহেদি ভাই নামবে। ’
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এমএইচবি/এমএইচএম