টেস্ট ক্রিকেটে ২৯২ রান মাঝারি মানের সংগ্রহ। কিন্তু তা পুঁজি করেই বুলওয়ে টেস্টে ইনিংস ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।
প্রকৃতি বাধ না সাধলে এই ম্যাচ হয়তো দ্বিতীয় দিনেই শেষ হয়ে যেত। ৮ উইকেটে ২৯০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় আর যোগ করে কেবল দুই রান। জবাব দিতে নেমে গুদাকেশ মতির স্পিন মায়াজালে ফের আটকা পড়ে জিম্বাবুয়ে।
অধিনায়ক ক্রেইগ আরভিন কিছুটা প্রতিরোধ গড়লেও যোগ্য সঙ্গী পাননি। মতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৭২ রান করেন তিনি। আর জিম্বাবুয়ে অলআউট হয় ১৭৩ রানে। এর আগে প্রথম ইনিংসেও মতির স্পিনের সামনে দাঁড়াতে পারেনি তারা। গুটিয়ে যায় ১১৫ রানেই। প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন মতি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো স্পিনারই এর আগে এক ম্যাচে ১৩ উইকেট নিতে পারেননি। দুই ম্যাচ মিলিয়ে ১৯ উইকেট শিকার করে সিরিজ-সেরার পুরস্কারও ভাগিয়ে নেন বাঁহাতি এই স্পিনার।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১১৫/১০ (কাইয়া ৩৮, তিরিপানো ২৩*; মতি ৭/৩৭, হোল্ডার ২/১৮)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৯২/১০ (চেইজ ৭০, রেইফার ৫৩, জশুয়া ৪৪; নিয়াউচি ৫/৫৬, মাভুতা ৩/৭৩)।
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১৭৩/১০ (আরভিন ৭২, কাইয়া ৪৩, মাভুতা ১৬; মতি ৬/৬২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ৪ রানের ব্যবধানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে জয়ী।
ম্যাচ-সেরা: গুদাকেশ মতি (১৩ উইকেট)।
সিরিজ-সেরা: গুদাকেশ মতি (১৯ উইকেট)।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এএইচএস