ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমের নেতৃত্বে খেলে ‘মজা’ পান নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
তামিমের নেতৃত্বে খেলে ‘মজা’ পান নাঈম

দুজনের বাড়িই চট্টগ্রামে। এবারের বিপিএলেও নাঈম হাসান ও তামিম ইকবাল খেলছেন ফরচুন বরিশালের হয়ে।

গত বছর তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারও বেশ শক্তিশালী দল গড়েছে বরিশাল।  

শুক্রবার থেকে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলন শুরু করেছে তারা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিনার নাঈম হাসান। গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা এই ক্রিকেটারের এবারের ঠিকানা বরিশাল। এখানে অধিনায়ক তামিমের সমর্থন পাবেন বলেই আশা তার।  

তিনি বলেন, ‘উনার সঙ্গে আগেও খেলেছি সিনিয়র, ওনার অধীনে খেলে অনেক মজা। জাতীয় দলে যখন উনি ছিল, তখনও ছিল (মজা)। উনি দলে থাকলে সব সময় আলাদা সমর্থন পাওয়া যায়। ’ 

প্রথম দিনের অনুশীলন ম্যাচ সিনারিওতে করতে দেখা গেছে বরিশালকে। দলটিতে তারকা ক্রিকেটারদের ভিড় অনেক। দেশি ক্রিকেটারদের প্রায় সবাই খেলেছেন সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতে। এজন্যই এমন অনুশীলন বলে জানিয়েছেন নাঈম।

তিনি বলেন, ‘আসলে আমরা তো সবাই ম্যাচের মধ্যে ছিলাম এনসিএলের। খেলার মধ্যে ছিলাম। সবাই চেষ্টা করছি যে, সময় তো নাই আমরা যদি…লম্বা টাইম অনুশীলন করার জন্য একদিনই সময় আছে। ওই হিসেবে অনুশীলনটা করা। ’

একাদশে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, ‘প্রতিযোগিতা তো বেশি। এটা আমাদের দলের জন্যই ভালো। সবাইকে সবার জায়গা থেকে শতভাগ দিতে হবে। কারণ- একজনের জায়গায় আরেকজন আসতে পারে। ওই জন্য প্রতিযোগিতা বেশি থাকলে প্রতিদ্বন্দ্বীতা যখন ভালো হবে তখন দলের ফল ভালো হয়। ’ 

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।