জাতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক। এখনও অবসর নেননি ওয়ানডে ও টেস্ট থেকে।
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স ফাইনালে উঠেছে মাশরাফির নেতৃত্বে। নেতৃত্বের ধার যে এতটুকুও কমেনি, সেটিই স্পষ্ট এতে। বৃহস্পতিবার ফাইনালে সিলেট খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। এর আগে রংপুর রাইডার্সকে ফাইনাল নিশ্চিত হওয়ার পর মাশরাফির অবসর প্রসঙ্গ আসে সংবাদ সম্মেলনে।
তিনি বলেছেন, ‘আমি তো অনেক আগেই বলেছি, জাতীয় দলে খেলার আশা করি না। আমি যতক্ষণ উপভোগ করছি, যতক্ষণ শরীর সাপোর্ট দিচ্ছে, আমি খেলছি। এখনও অবধি দিচ্ছে। কাউকে বলে ক্রিকেট থেকে সরার ইচ্ছে আমার নেই। কাউকে বলে বা প্রেস কনফারেন্স করে ক্রিকেট থেকে সরে যাওয়ার ইচ্ছে নেই। যদি টুর্নামেন্টের ভেতরে মনে হয় খেলব না, তাহলে খেলব না। এমন আলোচনা আপাতত কেয়ার করার দরকার আছে বলে মনে করি না। ’
বিপিএল মানেই মাশরাফি ম্যাজিক, এমন কথা প্রচলিত আছে। এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠলেন তিনি। আগের চারবারও হারেনি তার দল। এবারও শুরুর দিকে সিলেট খুব একটা আলোচনায় ছিল না। কিন্তু মাশরাফির দারুণ নেতৃত্ব ভূমিকা রেখেছে ফাইনালে তুলতে। ম্যাজিক নিয়ে তার ভাষ্য কী?
মাশরাফি বলেছেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সব আল্লাহর রহমত। হারিনি বলে যে হারবো না-তা না, আবার হেরে যাবো সেজন্যও নামবো না। তাই না? আমার কাছে মনে হয় যা হয়েছে পেছনে স্মরণ করে লাভ নাই। এখন পরশু আমাদের একটা ফাইনাল আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। যদিও কুমিল্লা এই টুর্নামেন্টে বাকিদের চেয়ে অনেক অনেক ভালো। তবে এর মানে এই না যে তাদের বিপক্ষে আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারবো না, সেটা না। ’
‘আমরা আমাদের স্বাভাবিক ক্রিকেট যেটা খেলে এসেছি, সেটা ঠিক রাখতে পারি। অবদানগুলো যদি ঠিক মতো হয়। তাহলে কেন নয়? আলাদাভাবে আমার কোনো জাদু নাই। সব আল্লাহর রহমতর। ভালো খেলেছে ছেলেরা, আগে খেলেছে, এই টিমে খেলছে। আশা করি তারা আরেকটা ভালো ম্যাচ খেলবে। ’
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম