ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৌহিদ হৃদয়কে নেওয়ার কারণ জানালেন নান্নু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
তৌহিদ হৃদয়কে নেওয়ার কারণ জানালেন নান্নু

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে পহেলা মার্চ। এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। সদ্য সমাপ্ত বিপিএলে টপ-অর্ডার ব্যাটার হিসেবে দারুণ করেছেন তিনি।  

১২ ইনিংসে ৫ ফিফটিতে ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ৪ ম্যাচে, দলকে ফাইনালে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য বলছেন, তারা হৃদয়কে নিয়েছেন মিডল-অর্ডার ব্যাটার হিসেবে।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘তৌহিদ হৃদয় গত তিন বছর ধরে কিন্তু আমাদের এইচপির স্কোয়াডের সঙ্গে আছে। মিডল-অর্ডারের ..(জন্য) কিন্তু আমরা ওকে ওভাবেই পরিচর্যা করেছি। একজন মিডল-অর্ডার ব্যাটার হিসেবে ওকে দলে নেয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা করেই কিন্তু আমরা নিয়েছি। অধিনায়কও অন্তর্ভুক্ত ছিল, কোচের সঙ্গেও কথা হয়েছে এবং স্পিন বোলিং কোচের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা হয়েছে। সিরিজ বাই সিরিজ আমাদের যারা পুলভুক্ত খেলোয়াড় আছে তাদের প্রায় সবাইকে দেখা হবে। ’

‘পুল বলতে যে সমস্ত খেলোয়াড় আছে সিরিজে কিন্তু প্রায় সবাইকে দেখা হচ্ছে। একজনকে এই সিরিজে দেখা হলে পরের সিরিজে অন্যজনকে দেখা হচ্ছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমরা যে পরিকল্পনায় আগাই সেই পরিকল্পনাতেই কিন্তু একজন-দুজন খেলোয়াড়কে কিন্তু অন্তর্ভুক্ত করতে হয়। সেভাবেই আমরা এগোচ্ছি। ’
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আলো কেড়েছিলেন হৃদয়। তবে এরপর সেভাবে জানান দিতে পারেননি সামর্থ্যের। ওয়ানডে সংস্করণে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে ৯ ইনিংসে ২৮.৭৭ গড় ও ৮৩.২৭ স্ট্রাইক রেটে ২৫৯ রান করেছিলেন হৃদয়। লিস্ট ‘এ’তে সর্বমোট ৪৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ১৩ ফিফটিতে ১৫৪৭ রান করেছেন তিনি। ৪৫.৫০ গড় ও ৭৯.৬৬ স্ট্রাইক রেট তার। তাই তাকে নিয়ে ওয়ানডেতে আত্মবিশ্বাসী নান্নু।

তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক তো কোনো অভিজ্ঞতা নেই। ‘এ’ দলে খেলেছে। তারপরও আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী নির্বাচক ও কোচিং প্যানেল। যেহেতু মিডল-অর্ডারে আমরা একজন খেলোয়াড় চাচ্ছি যে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করতে পারে। আমাদের তো খেলোয়াড় তৈরি করতে হবে। সেই হিসেবে আমরা আত্মবিশ্বাসী যেহেতু এইচপিতে যথেষ্ট ভালো খেলেছে, ‘এ’ দলেও ভালো খেলেছে। আশা করছি যে এখানেও নিজেকে মানিয়ে নিতে পারবে। ’

বাংলাদেশ সময় : ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।