ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে, বলছেন বাশার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ৬, ২০২৩
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে, বলছেন বাশার

ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন আছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

কয়েকদিন আগেই ঘরের মাঠে তিন ফরম্যাটের সিরিজে আইরিশদের মুখোমুখি হয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

কিন্তু কোনোটিতেই সেভাবে প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারেনি আয়ারল্যান্ড। তবে এবার খেলা হবে ভিন্ন কন্ডিশনে। এই সিরিজের প্রস্তুতির জন্য একটু আগেভাগেই ইংল্যান্ডে পৌঁছান তামিম ইকবালরা। দুই দিন অনুশীলনের পর তাদের খেলার কথা ছিল একটি প্রস্তুতি ম্যাচও। কিন্তু বৃষ্টির কারণে সেটি হয়নি।  

শনিবার পূর্বাচলে প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার মতে, প্রস্তুতি ম্যাচ না হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য।

তিনি বলেন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটা (প্রস্তুতি) ম্যাচ খেলার সুযোগ ছিল। ম্যাচটা খেলতে পারলে আমাদের জন্য খুব ভালো হতো। যদিও অনুশীলন করার কিছুটা সুযোগ পাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছি হাতে। তবে একটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। কারণ কন্ডিশন পুরোপুরি ভিন্ন। ’

‘যদি জুলাই-আগস্ট মাসে খেলা হতো, আমাদের জন্য ভালো হতো। কারণ ওই সময় ইংল্যান্ডের উইকেট একদম শুষ্ক থাকে। যেটা আমাদের পক্ষে থাকত। কিন্তু এই মে মাসের দিকে উইকেট একটু নরম থাকে, বৃষ্টি হয়। কন্ডিশনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। ’

কন্ডিশনকে বড় প্রতিপক্ষ মেনে বাশার জানান সবাই বেশ আত্মবিশ্বাসী, ‘আমার মনে হয়, প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড যখন ওদের মাটিতে খেলা হয় তখন খুব ভালো একটা প্রতিপক্ষ। তবে আমাদের জন্য বড় প্রতিপক্ষ কন্ডিশনটা। আমরা কতটা মানিয়ে নিতে পারছি, তার ওপরে আমাদের পারফরম্যান্সটা নির্ভর করবে। ’ 

‘দল হিসেবে তো আমরা খুব ভালো খেলছি। সবাই আত্মবিশ্বাসী, খুব ভালো খেলছে। তবে কন্ডিশনটা একটা বড় চ্যালেঞ্জ। আমার মনে হয়, এই সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ’

বাংলাদেশ সময় : ১৬৩৮ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।