ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মে ২৬, ২০২৩
টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে ১ লাখ ডলার (প্রায় এক কোটি ৮ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ। যদিও এবারের চক্রে সাফল্য বলতে তেমন কিছু নেই টাইগারদের।

১২ ম্যাচে ১ জয়, ১০ হার ও ১ ড্রয়ে ১১.১১ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার ৯-এ আছে তারা। ওভালে আগামী ৭ জুন ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ চক্রের।

আজ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার (প্রায় ১৭ কোটি ১৫ লাখ টাকা)। রানার্সআপ দলকে দেওয়া হবে ৮ লাখ ডলার (প্রায় ৮ কোটি ৫৮ লাখ টাকা)।  

টেবিলের তিনে থাকায় দক্ষিণ আফ্রিকা ৪ লাখ ৫০ হাজার ডলার (৪ কোটি ৮২ লাখ টাকা) ও চারে থাকা ইংল্যান্ড পাচ্ছে ৩ লাখ ৫০ হাজার ডলার (৩ কোটি ৭৫ লাখ টাকা)। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে ছিল শ্রীলঙ্কাও। তবে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে পাঁচে থেকে সন্তষ্ট থাকতে হয় তাদের। তাই ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা) পাচ্ছে লঙ্কানরা। এছাড়া টেবিলের ৬ থেকে ৯-এ থাকা দলগুলো পাবে এক লাখ ডলার করে।

সব মিলিয়ে ৩.৮ মিলিয়ন ডলার (৪০ কোটি ৭৩ লাখ টাকা) প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি। আগের চক্রেও প্রাইজমানির অংকটা একই ছিল।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এএইচএস    
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।