ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে আসেন না, এ নিয়ে একটু আগে হওয়া কোচের সংবাদ সম্মেলনে অভিযোগই তোলা হয়েছিল। চন্ডিকা হাথুরুসিংহে তখন আঙুল দিয়ে দেখিয়ে দেন মিডিয়া ও বিশ্বকাপে দলের অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমামকে।
কোচের সংবাদ সম্মেলনের পরই মিক্সড জোনে আনা হয় তাসকিন আহমেদকে। রাবিদ ইমাম খুঁনসুঁটি করে সাংবাদিকদের বলেন, ‘ক্রিকেটাররা আসে না!’ কিন্তু পরে তাসকিন নিশ্চয়ই কিছুটা হলেও অস্বস্তিতেই পড়েছেন। গত দু বছর ধরে তো তাদের নিয়ে আলাপ কম হলো না।
এমনও বলা হচ্ছিল, পেসাররাই এবার বিশ্বকাপে হবেন দলের তরুপের তাস। অথচ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই তারা কেমন রঙহীন। পরে ফিরলেও কেউই শুরুতে ব্রেক থ্রু এনে দিতে পারেননি। পেসাররা কি একটু এলোমেলো?
প্রশ্নটা শুনে একটু যেন বিরক্তই হলেন তাসকিন। এরপর বললেন, ‘দুই ম্যাচ দিয়ে দুই বছরের অর্জনকে (যদি) এলোমেলো মনে করেন তাহলে আমাদের ব্যর্থতা। সামনে ভালো করার চেষ্টা করবো। ’
ওরকমই একটা প্রশ্ন বেশ অনেক্ষণ ধরে মাথায় ঘুরছিল। প্রশ্নটার যখন হয়ে গেছে, তখন একটি সম্পূরক প্রশ্ন করা যাক। তাসকিনকে এই দলটার লিডার মনে করা হয়...এটুকু বলতেই তাসকিন উত্তর দিতে শুরু করলেন। পরে অনেক কষ্ট করে পুরো প্রশ্ন- নেতা হয়ে কী বার্তা দেবেন বলার পর তাসকিন বলেছেন কেবল এটুকুই, ‘ভালো করতে পারিনি। সামনে করার চেষ্টা করবো। ’
এর আগে দলের হার নিয়ে এ পেসার বলেছেন, ‘হারলে তো একটু খারাপ লাগে। আশা অনুযায়ী…আসলে তুলনামূলক যে আশা ছিল তার চেয়ে বোলিংটা খারাপ হয়েছে। যদিও কন্ডিশন ব্যাটিং ফ্রেন্ডলি। তাও আসলে ভালো করা যেত। ’
তাসকিনদের খারাপ দিনে শেষদিকে ভালো করেছেন শরিফুল ইসলাম। দুই বলে দুই উইকেট নিয়ে তিনি জাগিয়েছিলেন হ্যাটট্রিক সম্ভাবনাও। যদিও সবকিছুই এখন আড়ালে। দল থেকে কি শরিফুলকে কোনো শুভেচ্ছা জানানো হয়েছে?
তাসকিনের জবাব, ‘অভিনন্দন জানানো হয়। আসলে ম্যাচ হেরে গেলে কোনো বড় পারফরম্যান্সই হাইলাইট হয় না। যদি জিততাম জিততাম…যেভাবে রান হয়েছে সেভাবে কিন্তু শেষ দশ ওভারে রান হয়নি। আমরা বিলো ৩০০ রাখতে পারতাম তাহলে ভিন্ন কিছু হতে পারত। ’
‘আমাদের আসলে যে কয়েকটা ম্যাচ দেখছি, প্রায় সব উইকেটগুলো তিনশ রান হবে। ব্যাটিং ফ্রেন্ডলি। আমাদের ব্যাটসম্যানদের সেই রান চেজ করার মানসিকতা থাকতে হবে এবং আমাদের বোলারদের তিনশর নিচে স্কোর রাখতে হবে। রান-টান হবে মাঝে মাঝে। কিন্তু দুই সাইড থেকেই প্রস্তুত থাকতে হবে। ’
২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ওই দলের অধিনায়ক ছিলেন ওয়েন মরগান। তখন মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের সঙ্গে ছিলেন তাসকিন। এবার তার সঙ্গী মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। দুই গ্রুপের মধ্যে আগেরটিকে এগিয়ে রেখেছেন মরগান। তাসকিনের কাছে কারা এগিয়ে?
তিনি বলেন, ‘যদি ধারাবাহিকতা চিন্তা করেন তাহলে কিন্তু ওই গ্রুপের থেকে এই গ্রুপের সফলতার হার বেশি। রিয়েলিটি যদি চিন্তা করা হয়। উনারা কিন্তু ভালো ছিলেন। ওটার কন্ডিশন ভালো ছিল। পেস ফ্রেন্ডলি ছিল। এটা একটু ব্যাটিং ফ্রেন্ডলি। তাই আমাদের অ্যাডজাস্ট করতে হবে। ’
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এমএইচবি/আরইউ