ভারতের পুনে থেকে: পুনে শহরে যানজট নেই একদমই। মানুষের ভিড়ও খুব বেশি চোখে পড়েনি।
এর মধ্যে প্রথম দুদিন কোনো অনুশীলন তো বটেই, নেই কোনো মিডিয়া এক্টিভিটিও। বিশ্বকাপের তিন ম্যাচের প্রথম দুটিতে হেরে যাওয়ার পর এখন মানসিকভাবে চাঙা হওয়ার লড়াইয়ে আছে বাংলাদেশ।
রোববার দলের ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়। এদিন দুপুরের দিকে ক্রিকেটাররা হোটেল থেকে বেড়িয়েছেন নিজের মতো করে। শুরুতে মাহমুদউল্লাহ রিয়াদ বের হন একজন টিম বয়কে নিয়ে।
বেশ অনেক্ষণ তাওহীদ হৃদয়কে নিয়ে টিম হোটেলের লবিতে বসেছিলেন নাজমুল হোসেন শান্ত। দুজনের মধ্যে বন্ধুত্বটা বেশ পুরোনো। তাদের অপেক্ষা ছিল তাসকিন আহমেদ-তানজিদ হাসান তামিমদের জন্য।
তারা আসার পরও বেশ কিছুক্ষণ হোটেলের লবিতে বসে টিম অ্যানালিস্ট কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে গল্প করেন শান্ত-তাসকিনরা। পরে তারা হোটেল থেকে বের হন একসঙ্গে। সবমিলিয়ে ভারতের বিপক্ষে কঠিন লড়াই সামনে রেখে মানসিকভাবে চাঙা হচ্ছেন তারা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম