ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

২০২৩ বিশ্বকাপে দুইটি করে ম্যাচ খেলে ফেললেও জয়ের মুখ দেখেনি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এবার সেই কাঙ্ক্ষিত জয়ের খোঁজে একে অন্যের মুখোমুখি হয়েছে দুই দল।

 

লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে লঙ্কানরা। একাদশে ২টি পরিবর্তন এনেছে তারা। দাসুন শানাকা ও মাথিশার বদলে খেলছেন চামিকা ও লাহিরু কুমারা। এর মধ্যে ইনজুরিতে ছিটকে গেছেন দাসুন। অন্যদিকে অস্ট্রেলিয়া নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরছে অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ১৩৪ রানের বিশাল ব্যবধানে। অন্যদিকে শ্রীলঙ্কাও দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানের বড় ব্যবধানে হেরে আসর শুরু করেছে। এরপর তারা পাকিস্তানের কাছে হেরেছে ৬ উইকেটে।

অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েললাগে, মহেশ থেকশানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।