সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদে দুর্দান্ত কিছু করার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিলেন বাংলাদেশের পেসাররা। তাদের নেতৃত্বে ছিলেন তাসকিন আহমেদ।
যদিও তাসকিনের এই ইনজুরি বেশ পুরোনো। বিশ্বকাপে যে তিনটি ম্যাচ তিনি খেলেছেন, ব্যথা সঙ্গে নিয়েই খেলতে হয়েছে তাকে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভার করে বল করেন তাসকিন, নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে করেন ৮ ওভার। তিন ম্যাচে কেবল দুটি উইকেট পেয়েছেন তিনি।
তাসকিন ছাড়াও বাংলাদেশের ইনজুরি দুশ্চিন্তা আছে আরও। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুতে চোট পান অধিনায়ক সাকিব আল হাসান, পরে তিনি খেলতে পারেননি ভারতের বিপক্ষে। আগামী ২৪ অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এ ম্যাচ সামনে রেখে কাল থেকে অনুশীলনে নামবে টাইগাররা।
বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এমএইচবি/এএইচএস