ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত সিরিজের পর অবসরে যাবেন ডিন এলগার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
ভারত সিরিজের পর অবসরে যাবেন ডিন এলগার

নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ডিন এলগার। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই ওপেনার অবসরের ঘোষণা দিয়েছেন আজ।

জানালেন, ভারতের বিপক্ষে সিরিজটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিরিজ।  

সাদা পোশাকে প্রোটিয়াদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই এলগার। সে কথা তাকে জানিয়ে দিয়েছেন কোচ শুকরি কনরাড। ৩৬ বছর বয়সী এলগার তাই বিদায়ের সিদ্ধান্তটা নিয়েই ফেললেন।

এক বিবৃতিতে এলগার বলেন, ‘ক্রিকেট খেলা সব সময়ই আমার স্বপ্ন ছিল, তবে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগের চেয়ে বড় কিছু নেই। আন্তর্জাতিকভাবে ১২ বছর ধরে সেটি করতে পারা আমার খ্যাপাটে স্বপ্নের সীমাতেও পড়ে না। দুর্দান্ত এক ভ্রমণ, যেটি পেয়ে আমি ভাগ্যবান। ’
 
‘সবাই যেমন বলে, সব কিছুরই শেষ আছে, আর দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজই আমার শেষ, যেহেতু আমাদের সুন্দর এই খেলা থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি, যে খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। কেপটাউন টেস্টই আমার শেষ, যেটি বিশ্বে আমার সবচেয়ে প্রিয় ভেন্যু। এখানে আমি নিউজিল্যান্ডের বিপক্ষে আমার প্রথম রান করেছিলাম। আশা করি শেষটিও করব। ’

১২ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৪ টেস্ট খেলে ৫ হাজার ১৪৬ রান করেছেন এলগার। তার ওয়ানডে ক্যারিয়ার অবশ্য খুব বেশি দীর্ঘ হয়নি। ৮ ম্যাচেই থেমে যায় তা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন তিনি। আগামী বছর কাউন্টিতে এসেক্সের সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ বাঁহাতি এই ওপেনার।

এদিকে সেঞ্চুরিয়নে আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা-ভারত। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।