ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ দলে না থাকায় হৃদয় ভেঙেছে রিংকুর, জানালেন তার বাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মে ২, ২০২৪
বিশ্বকাপ দলে না থাকায় হৃদয় ভেঙেছে রিংকুর, জানালেন তার বাবা

গত আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে আলোড়ন তুলেছিলেন রিংকু সিং। যে কীর্তি নেই বিশ্বের আর কোনো ব্যাটারের।

এরপর দ্রুতই তার জন্য খুলে যায় জাতীয় দলের দরজা। এমনকি সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ পর্যন্ত দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটারের জায়গা মেলেনি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচ খেলে ৮৯ গড়ে দুই ফিফটিসহ ৩৫৬ রান করেছেন রিংকু। তাই বিশ্বকাপে দলে জায়গা না পেয়ে শুধু হতাশই হননি বরং হৃদয় ভেঙে গিয়েছে তার। এমনটাই জানিয়েছেন তার বাবা খানচন্দ্র সিং।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খানচন্দ্র বলেন, ‘প্রত্যাশা তো অনেক ছিল, কিন্তু কিছুটা খারাপ লাগছে। আমরা মিষ্টি-পটকাবাজি এনে রেখেছিলাম উদযাপনের জন্য। আশা করেছিলাম যে (টি-টোয়েন্টি বিশ্বকাপে) প্রথম একাদশে খেলবে । হ্যাঁ (ওরও মন খারাপ)। মা'কে বলেছে। ওরও মন ভেঙে গিয়েছে। মা'কে বলছিল যে প্রথম একাদশে বা ১৫ জনের দলে নাম নেই। তবে আমি আমেরিকায় যাব। ’  

১৫ সদস্যের দলে জায়গা না পেলেও রিজার্ভে রাখা হয়েছে রিংকুকে। দেশের হয়ে যে শেষ টি-টোয়েন্টি ইনিংসটা খেলেছিলেন, সেখানে ২২ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরে মাঠে নেমে ৩৯ বলে অপরাজিত ৬৯ রান করেছিলেন। বাঁহাতি এই ব্যাটার বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারী শ্রীকান্ত।

তিনি বলেন,  ‘রিংকু সিংয়ের বাদ পড়ায় আমি একদমই খুশি নই। গোটা ক্রিকেটবিশ্বে ওকে নিয়ে কথা হচ্ছে। যখনই সুযোগ পেয়েছে প্রত্যেকবারই নিজেকে প্রমাণ করেছে। এমন একজন ক্রিকেটারকে কীভাবে দল থেকে বাদ দেয় নির্বাচকরা? অন্য কাউকে বাদ দেওয়া যেতে পারত। আমার মতে, প্রয়োজনে যশস্বী জয়সওয়ালকে বাদ দিলেও রিংকু সিংকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত ছিল। ’  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ২, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।