ক্রিজ থেকে এক পা এগিয়ে বোলারের মাথার ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকালেন ব্যাটার। উল্লাসে হাততালি দিলেন দর্শকরা।
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে অবস্থিত থানের মীরা রোড এলাকায়। আন্ডার আর্ম ক্রিকেট টুর্নামেন্টর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, তীব্র গরমের কারণে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ওই ক্রিকেটারের। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, গ্রীষ্মের কড়া রোদের মধ্যে গোলাপি জার্সি পরে ব্যাট করছেন এক যুবক। হলুদ জার্সি পরা এক বোলার বল ছুড়তেই গোলাপি জার্সি পরা ব্যাটার স্টেপ আউট করে দারুণ এক ছক্কা হাঁকান। পরের বল মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার সময় টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
মাঠে উপস্থিত তার সতীর্থ ও সমর্থকরা ছুটে যান তার কাছে। চোখে-মুখে পানি ছিটিয়ে তাকে সুস্থ করার চেষ্টাও করেন সবাই। কিন্তু তাদের সব চেষ্টা বিফল করে পরপারে পাড়ি জমান ওই যুবক। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তার মরদেহ ময়নাদতন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ০৩, ২০২৪
এমএইচএম
#DisturbingVisuals : On camera, man dies immediately after hitting six in match near mumbai. In a shocking incident in Thane's Mira Road area in Maharashtra, a man died while playing cricket. #shocking#Thane #HeartAttack #Cricket #heartattack pic.twitter.com/882Zi9QwcS
— Indian Observer (@ag_Journalist) June 3, 2024