ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘কোহলির জুতার সমানও নয় বাবর’, বললেন পাকিস্তানের সাবেক স্পিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুন ৯, ২০২৪
‘কোহলির জুতার সমানও নয় বাবর’, বললেন পাকিস্তানের সাবেক স্পিনার

বাবর আজমকে প্রায়শই বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। বিষয়টি নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই।

তবে এবার পাকিস্তানি সংবাদমাধ্যমের ওপর চটেছেন দেশটির সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। কোহলির জুতার সমানও নয় বাবর, এমনটাই জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সেই লড়াইকে সামনে রেখে ইন্দো এশিয়ান নিউজ এজেন্সিকে সাক্ষাৎকার দেন কানেরিয়া।

তিনি বলেন, 'মানুষ বাবর আজমকে নিয়ে অনেক কথা বলে। সে সেঞ্চুরি করলে মিডিয়া তাকে কোহলির সঙ্গে তুলনা করে। আরে ভাই, সে কোহলির জুতার সমানও নয়। যুক্তরাষ্ট্রের বোলারদের সামনেই সে রান করতে পারছিল না। ৪৫-৪৬ হওয়ার পর আউট হয়ে গেল। '

'পাকিস্তানকে তো এই ম্যাচ একচ্ছত্র আধিপত্য দেখিয়ে জেতার উচিত ছিল। কারণ পাকিস্তান বিশ্বকাপ জিতেছে। ক্রিকেট বিশ্বে তাদের বড় নাম আছে, অনেক কিংবদন্তি তৈরি করেছে। কিন্তু এভাবে পারফর্ম করলে খুবই খারাপ লাগে। লজ্জাজনক! এমনভাবেই কি ক্রিকেট খেলি আমরা?'

কানেরিয়ার মতে, আজ ভারতের সামনে পাত্তাই পাবে  না পাকিস্তান। টেস্টে ২৬১ উইকেট নেওয়া এই স্পিনার বলেন, 'ভারত তাদের বাজেভাবে হারাবে।  ভারতকে হারানোর সামর্থ্য নেই তাদের। যখনই পাকিস্তান বিশ্বকাপে আসে, তখন তাদের বোলিং নিয়ে প্রশংসা চলতেই থাকে এবং বলা হয়ে থাকে তাদের বোলিংই ম্যাচ জেতাবে। কিন্তু বোলিংয়ের কারণেই প্রথম ম্যাচে হেরেছে তারা। '

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ৯, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।