২২ গজের লড়াইয়ে ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় নতুন কিছু নয়। এবার ভারত-বাংলাদেশ ম্যাচে তর্কে জড়ান লিটন দাস ও ঋষভ পান্ত।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান করেছে ভারত। যদিও দিনের শুরুতে চাপে পড়ে তারা। ৩৪ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর ব্যাটিংয়ে নামেন পান্ত। ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রথম সেশনে চাপ সামাল দেওয়ার কাজ করেন তিনি।
তবে ইনিংসের ১৬তম ওভারে মুমিনুল হকের করা থ্রো নিয়ে লিটনের সঙ্গে তর্কে লিপ্ত হন পান্ত। যা ধরা পড়ে স্টাম্প-মাইকে। তাসকিন আহমেদের করা তৃতীয় বলটি গালিতে ঠেলে দেন যশস্বী। সেখান থেকে সিঙ্গেল আদায়ের চেষ্টায় ছিলেন পান্ত। কিন্তু তাকে ফেরত পাঠান যশস্বী। কেননা বল ছিল মুমিনুলের হাতেই।
মুমিনুল অবশ্য পান্তকে রান আউট করার উদ্দেশে বল ছুড়ে মারেন নন-স্ট্রাইকপ্রান্তের স্টাম্পের দিকে। তবে সেই বল পান্তের পায়ে লেগে চলে যায় লং অনের দিকে। সেখানে কোনো ফিল্ডার না থাকায় সিঙ্গেল আদায় করে নেন পান্ত।
বল গায়ে লাগায় ক্ষুব্ধ হয়ে লিটনকে ভারতের বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘কোথায় (থ্রো) মারছে। ’ লিটন বলেন, ‘পায়েই তো লেগেছে। ’ পান্তের জবাব, ‘ওকেও (মুমিনুল) তো কিছু বলো, আমাকে কেন মারছে। ’ লিটন বলেন, ‘ও তো বল ছুড়বেই। ’ এর প্রতিক্রিয়ায় পান্ত বলেন, ‘আমিও তো তাহলে দৌড়াব। ’
পান্তের কথা শুনে লিটন তার নিজের জায়গায় চলে যান। লাঞ্চের পর অবশ্য পান্তকে তালুবন্দী করেন বাংলাদেশের এই উইকেটরক্ষক। হাসান মাহমুদের করা শর্ট অফ লেংথের ডেলিভারি পান্তের ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় তার হাতে। তাই উইকেটে থিতু হলেও পান্তকে ফিরতে হয় ৩৯ রান করে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এএইচএস
Pant - usko dekh kaha mar raha hai
— ? ¹⁷ ?? (@twitfrenzy_) September 19, 2024
Liton - leg pe laga na , vo to marega hi
Rishabh pant - Marle me bhi 2 bhagunga ?? pic.twitter.com/Sy07DAuVbL