ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিন কী করলেন সিমন্স

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
প্রথম দিন কী করলেন সিমন্স

বাংলাদেশের মাটিতে পা রেখেছেন সকালে। এর একদিন আগেই হেড কোচ হিসেবে ঘোষণা হয় তার নাম।

হাতে খুব বেশি সময় নেই, তাই যেন একটুও অপচয় করতে চাইলেন না ফিল সিমন্স।  

দুপুর গড়ানোর আগেই তিনি হাজির মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল থেকে এখানে অনুশীলন করছিলেন টেস্ট দলের কয়েকজন সদস্য। এর মধ্যে মুশফিকুর রহিম-মুমিনুল হকের মতো অভিজ্ঞরাও ছিলেন।  

সিমন্স অবশ্য সরাসরি দলের অনুশীলনে যোগ দেননি। তবে কয়েকজন ক্রিকেটারের সঙ্গেই আলাপ করতে দেখা গেছে তাকে। এর মধ্যে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি অবশ্য এদিন অনুশীলন করেননি।  

সিমন্স শুরুতেই কথা বলেন তার কোচিং স্টাফের দুই সদস্যের সঙ্গে। ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে। পরিচয় পর্বের পর হয়তো বুঝে নিয়েছেন পরের কাজটা কী হবে তাদের।  

অনেকটা সময় সিমন্সের সঙ্গে ছিলেন অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস ও বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তাদের সঙ্গে নিয়েই কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ।  

হাতে খুব বেশি সময় নেই। আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট দিয়েই শুরু হবে ফিল সিমন্সের নতুন দায়িত্ব। এর আগে প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিতে চেয়েছেন সিমন্স।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।