ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কাকেও হারাতে পারলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
শ্রীলঙ্কাকেও হারাতে পারলো না বাংলাদেশ

শুরুতে প্রতিপক্ষ গড়লো বড় সংগ্রহ। রান তাড়ায় নেমে অবশ্য দুর্দান্ত শুরু করে বাংলাদেশ।

কিন্তু সাইফ হাসানের চোটে হওয়া ছন্দপতনের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষদিকে ব্যর্থ চেষ্টা করেছেন আবু হায়দার রনি।  

মঙ্গলবার ইমার্জিং এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে ১৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে লঙ্কানরা। ওই রান তাড়ায় নেমে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।  

টস জিতে ব্যাট করতে নেমে ৪০ রানের উদ্বোধনী জুটি পায় লঙ্কানরা। ২১ বলে ২৩ রান করা ইয়াশোদা লঙ্কাকে ফেরান মাহফিজুর রহমান রাব্বি। এরপর আরেক ওপেনার লাহিরু উদারাকে আউট করেন আবু হায়দার রনি।

যদিও সাহান আরচিঙ্গে ও পাওয়ান রাটানায়ের ব্যাটে চড়ে ভালো সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ২৫ বলে ৩০ রান করে সাহান রান আউট হন। ২৬ বলে ৪২ রান করেন রাটানায়েকে। বাংলাদেশের হয়ে দুই উইকেট করে নেন রেজাউর রহমান রাজা ও রিপন মণ্ডল।

রান তাড়ায় নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার। ৩ ওভার ৪ বলে ৪১ রান করার পর এই জুটি ভাঙে। দুই চার ও সমান ছক্কায় ১০ বলে ২৪ রান করে পারভেজ হোসেন ইমন ইশান মালিঙ্গার বলে ক্যাচ দেন।  

এরপর সাইফ হাসান দলকে এগিয়ে নিচ্ছিলেন নাঈম শেখকে সঙ্গী করে। ৬ ওভারেই বাংলাদেশ তুলে ফেলে ৫৯ রান। কিন্তু হুট করে ঘটে ছন্দপতন।  

সাইফ হাসান চোট নিয়ে ফেরেন ২০ বলে ২৯ রান করে। এরপর নাঈম শেখ ১৫ বলে ৮ রান করে এলবিডব্লিউ হন। ৭০ রানে তিন থেকে ১০৩ রানে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদে পড়ে যায়।  

ওখান থেকে আর দলকে টেনে তুলতে পারেননি কেউ। কিছুটা চেষ্টা করেছিলেন আবু হায়দার রনি। ২৫ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪ ওভারে ২৩ রান দিয়ে লঙ্কানদের হয়ে তিন উইকেট তুলে নেন দুশন্ত হেমন্ত।  

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।