ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশের পেছনে হারের ক্লান্তি।

আফগানিস্তানের জন্য তাদের চেনা আঙিনা। দুই দলের জন্যই আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নিজেদের প্রস্তুত করার সুযোগ।  

শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা।  

টেস্ট ক্রিকেটে বেশ কঠিন সময়ই পার করছে বাংলাদেশ। এর মধ্যে প্রায় আট মাস পর ওয়ানডে খেলতে নামছে তারা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মোট ৬টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই সিরিজে তিনটি, এরপর বাকি তিনটি খেলবে ওয়েস্ট ইন্ডিজে।  

আফগানিস্তানের বিপক্ষে সবমিলিয়ে ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১০টিতেই জিতেছে তারা। পরিসংখ্যানের দিক থেকে কিছুটা স্বস্তিতেই আছে শান্তর দল। যদিও আফগানরা খেলবে নিজেদের চেনা মাঠে।  

বাংলাদেশ একাদশ : জাকির হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।