ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাদা বলে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
সাদা বলে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিব

সীমিত সংস্করণের ক্রিকেটে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেলেন কিংবদন্তি পেসার আকিব জাভেদ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকবেন তিনি।

আজ এক বিবৃতিতে আকিবের নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান মহদিন নাকভি। বিবৃতিতে তিনি জানান, শুধু সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন আকিব। আগামী ১০-১৫ দিনের মধ্যে প্রধান কোচের খোঁজে নামবে বোর্ড।  

পাকিস্তানের লাল বলের প্রধান কোচ হিসেবে আছেন জেসন গিলেস্পি। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তাকে আর পাকিস্তানের ডাগআউটে দেখা যাবে না। তার জায়গায় আসবেন অন্য কেউ।

আগামী ২৪ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দায়িত্ব বুঝে নেবেন আকিব। এরপর ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। শেষ হবে ৯ মার্চ। টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন আকিব।  

এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জেতার পর আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের শিকার হয়েছে পাকিস্তান। সবমিলিয়ে আত্মবিশ্বাস তলানিতে থাকা দলটির গুরুদায়িত্ব নিতে হচ্ছে আকিবকে।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।